আমরা FPSA organization এর পক্ষ থেকে আমাদের বিভিন্ন শেল্টার হোমের আবাসিকদের নানান দুর্দশার কাহিনী বিভিন্ন সময় আমাদের Facebook এ post করে থাকি এবং সকলের সাহায্য ও সহযোগিতার প্রয়োজন জানিয়ে আবেদন করি। Andhrapradesh এর Kazipet এর বাসিন্দা Jyoti Amma দুর্ঘটনায় পড়ে, তার সন্তান কে হারিয়ে রক্তাক্ত অবস্থায় Rail Line এর পড়ে থাকে। Kharagpur Municipality 24 no Ward এর councilor মাননীয় Tapan Prodhan পুলিশ এর সাহায্য নিয়ে তাকে rescue করে শেল্টার হোম স্বপ্ন নীড়ে আনেন। Jyoti আজ স্বপ্ন নীড়ে নেই, তাকে আমরা মাননীয়া councilor D Basanti madam এর সহযোগিতায় তার নিজ জায়গায় পৌঁছে দিই। এই ধরনের মানবিক একটি post পৌঁছে গিয়েছিল সুদূর Bangalore এ কর্মরতা মাননীয়া Susmita Mukherjee র কাছে। Susmita Madam একজন Computer Engineer এবং Bangalore এ কোন এক IT Sector কাজ করেন। আমাদের সংগঠন এর এই সকল অসহায় আশ্রয়হীন সব হারানো মানুষগুলোর কাহিনী Susmita দেবীর হৃদয় ছুঁয়ে যায়। উনি ফোনে আমার সাথে যোগাযোগ করেন। শুধু কি তাই, সুদূর Bangalore থেকে আমাদের এই মানবিক উদ্যোগের পাশে সাহায্যের হাত ও বাড়িয়ে দিয়েছেন এবং আগামী দিনগুলোতেও এই ধরনের সাহায্য করে যাওয়ার অঙ্গীকার ও করেছেন। Susmita দেবী, আপনি আমাদের কাছে ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বর আপনার অনেক মঙ্গল করুন। সারাদিন কত বস্ততার সঙ্গে সময় কাটাতে হয়। কত নানাবিধ চিন্তা ভাবনার মধ্যে কাজে একনিষ্ঠ থাকতে হয়। তবুও তারই মধ্যে সময় বার করে আমাকে ফোন করা এরং প্রতিদিনই প্রায় Jyoti Amma র হারিয়ে যাওয়া শিশুকে খুঁজে পাওয়া গেল কিনা, হোমের আবাসিকরা কে কেমন আছে তার খোঁজখবর নেওয়া , এগুলো ও আমাদের কাছে অনেক বড় সাহায্য। সাবাস Susmita Madam সাবাস। আপনার এই মানবিক অনুভূতি আমাদের সবার হৃদয় ছুঁয়ে গেল। Madam এই মন নিয়ে অসহায় ও সব হারানো মানুষগুলোর পাশে থাকুন এবং আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব সকলের কাছে এই শুভ উদ্যোগের বার্তা পৌঁছে যাক। ঈশ্বরের আশীর্বাদে সদা আনন্দে থাকুন। সকলকে নিয়ে আমাদের শেল্টার হোমে আসার আমন্ত্রণ রইল। অরুণ সিন্ হা।9547458582.